জ্যাক ডরসিকে নিয়ে হিনডেনবার্গের প্রতিবেদন

আগের সংবাদ

শুটিংয়ে আহত হয়েছেন অক্ষয়

পরের সংবাদ

কোম্পানীগঞ্জে ছেলেকে খুনের অভিযোগে বাবা আটক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ , ৩:৩৯ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৪, ২০২৩ , ৩:৩৯ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জে পারিবারিক কলহের জেরে দুলাল মিয়া (৩৫) নামে এক যুবককে কাঠ দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার তেলিখাল‌ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নিম্বর আলীকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। ছেলেকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, দুলাল ছিল দুষ্টু প্রকৃতির। সে প্রায়ই পরিবারের সবাইকে অকথ্য ভাষায় গালাগাল, শারীরিক ও মানসিক অত্যাচার-নির্যাতনসহ ঘরের জিনিসপত্র ভাঙচুর করত। মাসখানেক আগে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে তার স্ত্রী বাবার বাড়ি চলে গেছে।

ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির সামনে তার ছোট ভাই আলালকে মারধর করছিল সে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বাবা নিম্বর আলী। হাতে থাকা কাঠের একটি বর্গা দিয়ে ছেলে দুলালকে উপর্যুপরি আঘাত করতে থাকেন। একপর্যায়ে দুলাল নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, পারিবারিক কলহের জেরে দুলাল খুন হয়েছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় অভিযুক্ত নিহতের বাবা ও ভাই আলালকে গ্রেফতার করা হয়েছে।

এমকে/ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়