বিজেপি কি বিরোধী ঐক্যের পথ খুলে দিলো

আগের সংবাদ

আগামী ৬ বছর ভোটে দাঁড়াতে পারবেন না রাহুল

পরের সংবাদ

আলফাডাঙ্গায় এক ফার্মেসী মালিককে ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ , ৬:০৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৪, ২০২৩ , ১১:০৮ অপরাহ্ণ

ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বাজারের নয়ন শেখ (৩৮) নামে এক ফার্মেসী মালিককে ভ্রাম্যমাণ আদালত ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।

শুক্রবার (২৪ মার্চ) বিকালে আলফাডাঙ্গা পৌর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, বাজারে উচ্চ দ্রব্যমূল্য ও ভোক্তাদের স্বার্থসংশ্লিষ্ট অনিয়ম তদারকি ও নিশ্চিতকরণে ব্যবসায়ীদের ভোক্তা স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়।

এ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক ভোরের কাগজকে বলেন, ফার্মাসিস্ট না হয়েও ফার্মেসি পরিচালনা ও বেআইনিভাবে ঔষধ বিক্রির মাধ্যমে ভোক্তার স্বাস্থ্য, অর্থ ও জীবনহানির আশংকা সৃষ্টির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় ৫৩ ধারায় এ অর্থদন্ড করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়