স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আগের সংবাদ

রাজা তৃতীয় চার্লসের সফর স্থগিত

পরের সংবাদ

হিন্ডেনবার্গের প্রতিবেদনের জের

আদানির পর ৫২ কোটি খোয়ালেন শিল্পপতি জ্যাক ডর্সি

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৩ , ৮:৩০ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৪, ২০২৩ , ৮:৩৪ অপরাহ্ণ

ব্যাপক জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে হিন্ডেনবার্গের সেই প্রতিবেদন প্রকাশ্যে আসতেই পেমেন্ট কোম্পানি ব্লক ইনকরপোরেটেডের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সি হারিয়েছেন কয়েক মিলিয়ন ডলার।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ডর্সির সম্পদ কমেছে ৫২ কোটি ৬০ লাখ ডলার, এটি কোম্পানির সবচেয়ে খারাপ অবস্থা অর্থাৎ, পতনের দিকে ইঙ্গিত করে। ব্লু মবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী জ্যাক ডর্সির কোম্পানির ১১ শতাংশ পতনের পরে তার সম্পদ মূল্য এখন ৪৪০০ কোটি ডলারে নেমেছে। খবর সিএনবিসির।

হিন্ডেনবার্গের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্লক ইনকরপোরেশন বেআইনিভাবে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খুলে সংস্থার গ্রাহক সংখ্যা বাড়িয়েছে। শুধু তাই নয়, কোম্পানির শেয়ার বিক্রি করেও প্রচুর মুনাফা করেন জ্যাক ডর্সি। পুরো বিষয়টার সঙ্গে জড়িত ছিলেন ব্লক ইনকরপোরেশন সংস্থার শীর্ষ কর্মকর্তারা। সংস্থাটি সব অভিযোগ অস্বীকার করেছে ও হিন্ডেনবার্গের প্রতিবেদনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার পরিকল্পনা করছে। বৃহস্পতিবার ব্লকের শেয়ার ২২ শতাংশ কমে ১৫ শতাংশে নেমেছে।

উল্লেখ্য, জ্যাক ডর্সি টুইটারের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়