×

জাতীয়

৭ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০২:০৪ পিএম

৭ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মো. আ. খালেক তালুকদার। ছবি: ভোরের কাগজ

ঢাকা জেলার কেরানীগঞ্জ থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. আ. খালেক তালুকদার (৭৩)।

এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বৃহস্পতিবার (২৩ মার্চ) বিষটির সত্যতা নিশ্চিত করেন।

জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি যুদ্ধপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক একজন আসামি। দীর্ঘ ৭ বছর ধরে পলাতক ছিলেন তিনি।

বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, যুদ্ধাপরাধের অভিযোগে ২০১৫ সালে মোঃ আঃ খালেক তালুকদারসহ ৫ জনের বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ এ মামলা হয়। মামলা হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। তার অনুপস্থিতিতে ট্রাইবুন্যাল গত ২০১৯ সালের ২৮ মার্চ রায় ঘোষণা করেন। ওই রায়ে তালুকদারসহ অন্যান্যদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার ৭টি অভিযোগ প্রমাণিত হয়। রায়ে অন্যান্য আরো ৪ পলাতক আসামীর সহিত পলাতক মো. আ. খালেক তালুকদারকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।

তিনি আরো বলেন, এরই পরিপ্রেক্ষিতে পলাতক আসামীদের গ্রেপ্তারে চলা আমাদের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আমরা ওই ব্যক্তির অবস্থান শনাক্তে সফল হই। ঢাকার কেরানীগঞ্জ গতকাল বুধবার (২২ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App