×

সারাদেশ

স্মার্ট বাংলাদেশের সুফল ভোগ করতে লেখাপড়ার বিকল্প নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ১২:৩৪ এএম

স্মার্ট বাংলাদেশের সুফল ভোগ করতে লেখাপড়ার বিকল্প নেই

ছবি: ভোরের কাগজ

প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের সুফল ভোগ করতে লেখা পড়ার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করার স্বপ্ন দেখছেন। স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনায় এখন দেশবব্যাপী চলছে ব্যাপক কর্মযজ্ঞ। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করার পর এখন শিক্ষার হার শতভাগে উন্নীত করতে সরকার বৈষম্যহীন বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা চালু করেছে। স্মার্ট বাংলাদেশ গঠনের পূর্বশর্ত অনুযায়ী তথ্য-প্রযুক্তি নির্ভর একটি স্মার্ট শিক্ষিত জাতি গঠনের পরিকল্পনা নেয়া হয়েছে। সে লক্ষ্যেই দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে উন্নয়নের মহাকর্মযজ্ঞ।

বুধবার (২২ মার্চ) বিকেলে উপজেলার জাহিদপুর উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত হওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে বিদ্যালয়ের মাঠে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবাব মিয়ার পরিচলনায় সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সভাপতি শরিফ উদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক।

মুহিবুর রহমান মানিক আরো বলেন, ছাতক- দোয়ারার প্রতিটি গ্রামকে যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আনতে যুগোপযোগী পদক্ষেপ নেয়া হয়েছে। বর্তমানে সড়ক ও ব্রিজ-কালভার্ট নির্মাণে ছাতক-দোয়ারায় প্রায় দু’শ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম চলছে। ৭৫’র পরবর্তী ২৫ বছর যারা ক্ষমতায় থেকেও উন্নয়ন করতে পারেনি বা করেনি তাদের চোখে কখনো এসব উন্নয়ন দেখতে যাবে না। ছাতক-দোয়ারার সব ক’টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আওয়ামী লীগ সরকারের হাত ধরেই হয়েছে। এ বছর জাহিদপুর উচ্চ বিদ্যালয়সহ এ বছর ছাতকে পনেরটি বিদ্যালয় এমপিও ভুক্তকরণ হয়। পাশাপাশি অগণিত উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে সর্বত্র। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শোভা পাচ্ছে দৃষ্টিনন্দন একাডেমিক ভবন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, উপজেলা প্রাইমারী শিক্ষা অফিসার মাছুম মিঞা, ছাতক উপজেলা এলজিইডি প্রকৌশলী আফছর আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, আজমান আলী ও গিয়াস উদ্দীন, বামিংহাম স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসএম তাজুল ইসলাম, দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন।

এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতক উপজেলার স্বেচ্ছাসেবক লীগের নেতা মঞ্জুর আলম, আওয়ামী লীগ নেতা মুশাহিদ আলী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রইছ আলী, জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান জয়, দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের শায়িস্তা মিয়া, ৪ নং ওয়ার্ড সভাপতি আব্দুল হাকিম প্রমুখ।

অনুষ্ঠানে শুরুতেই কোরআন তিলায়াত করেন তাসফিয়া ফখর তাম্মী, শ্রীমদ্ভগবদ্গীতা থেকে পাঠ করেন ঝুমকা রাণী নাথ, পরে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা অতিথি অতিথিদেরকে ফুল ও পদক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App