×

সারাদেশ

লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৮:১৮ পিএম

লৌহজংয়ে চার প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

তাজুল ইসলাম রাকিব, লৌহজং (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা, কৃত্রিম সংকট রোধ ও পণ্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার শুরু করেছে জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার হলদিয়া বাজার, কনকসার বাজার, ঘৌড়দৌড় বাজার এবং মালির অংক বাজার এলাকায় অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ সময় মুদি দোকান, মুরগীর দোকান, কাঁচা বাজার, দুধের বাজার, হোটেল-রেস্তোরাঁ মনিটরিং করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লৌহজংয়ের ইউএনও মোহাম্মদ আব্দুল আউয়াল ও জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম। অভিযানে হলদিয়া বাজারের দরবার ট্রেডার্স ও মোসলেম স্টোর, মালির অংক বাজারের সাদমান স্টোরকে ৩ হাজার টাকা করে ৯ হাজার টাকা এবং কনকসার বাজারের চঞ্চল স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৬ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নাজমুল হোসাইন ও লৌহজং থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App