×

মুক্তচিন্তা

মাহির গ্রেপ্তারের প্রক্রিয়া অমানবিক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০২:১৩ এএম

এই সেদিন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় নয় মাসের অন্তঃসত্ত্বা চিত্রনায়িকা মাহিয়া মাহিকে এয়ারপোর্ট থেকে পুলিশের এ ধরনের হেনস্তা বা গ্রেপ্তারের প্রক্রিয়া ছিল অমানবিক। এভাবে শত শত পুলিশ নয়, একজন মহিলা পুলিশের এডিসির তত্ত্বাবধানে মাত্র ছয়-সাতজন মহিলা পুলিশই ছিল মাহির গ্রেপ্তারের জন্য যথেষ্ট। ঘটনাটি অমানবিক পন্থায় না গিয়ে পুলিশ মানবিকতার পথে যেতে পারত। এখানে আসামিকে এক গøাস পানি দিতে পুলিশের আচরণ ছিল আরো দুঃখজনক। ভবিষ্যতে সবার বেলায় পুলিশের আচরণ নমনীয় হতে হবে। অবার ম্যাজিস্ট্রেট সাহেব সকালে মাহিকে জেলে পাঠালেন আবার একই দিন বিকালে জামিন দিলেন, এর অর্থ কী? এতে করে কি আদালতের সম্মান ক্ষুণ্ন হয়নি? এ ব্যাপারে প্রধান বিচারপতি ও দেশের বিবেকবান মানুষের দৃষ্টি আকর্ষণ করছি। পুলিশকে ধৈর্য এবং মানবিকতার পরিচয় দিতে অনুরোধ করছি। নয়তো বারবার পুলিশের এ ধরনের ভুলের জন্য তাদের সব অর্জন ও সাফল্য ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। পুলিশের প্রতি মানুষের আস্থা এখনো আছে। বিপদে পুলিশকে কাছে পেয়ে মানুষ সন্তুষ্ট। তাই পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আরো সচেতন ও সজাগ থাকতে হবে। আগামীতে পুলিশের যে কোনো সিদ্ধান্ত ভেবে চিন্তে করার জন্য অনুরোধ করছি। মাহবুবউদ্দিন চৌধুরী : ১৭ ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App