×

আন্তর্জাতিক

ইউক্রেইনের পুনর্গঠনে লাগবে ৪১ হাজার ১০০ কোটি ডলার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ০৫:০০ পিএম

ইউক্রেইনের পুনর্গঠনে লাগবে ৪১ হাজার ১০০ কোটি ডলার

ছবি: সংগৃহীত

ধ্বংস হয়ে যাওয়া শহর, নগরগুলো থেকে শুধু ধ্বংসস্তূপ সরাতেই ৫০০ কোটি ডলার লাগবে।

রাশিয়ার যুদ্ধে ইউক্রেইনের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে ও পুনর্গঠনে আগামী ১০ বছরে ৪১ হাজার ১০০ কোটি ডলার লাগবে বলে বিশ্বব্যাংকের প্রকাশ করা এক প্রতিবেদনে বলা হয়েছে।

বুধবার প্রকাশিত প্রতিবেদনটিতে জানানো হয়, ধ্বংস হয়ে যাওয়া শহর, নগরগুলো থেকে শুধু ধ্বংসস্তূপ সরাতেই ৫০০ কোটি ডলার লাগবে। হিসাবটিকে সর্বনিম্ন ধরতে হবে কারণ যুদ্ধ যতদিন পর্যন্ত অব্যাহত থাকবে এই চাহিদাও বাড়তে থাকবে, উল্লেখ করা হয়েছে এতে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের এ ধরনের আরেকটি প্রতিবেদনে ইউক্রেইনের পুনর্গঠনে ৩৪ হাজার ৯০০ কোটি ডলার লাগবে বলে জানানো হয়েছিল।

ইউক্রেইনের সরকার, বিশ্বব্যাংক, ইউরোপীয় কমিশন ও জাতিসংঘ যৌথভাবে এই হিসাবটি করেছে বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।

এই হিসাব অনুযায়ী, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অগ্রাধিকার পাওয়া পুনর্নির্মাণের জন্য শুধু চলতি বছরই ১৪০০ কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন হবে।

“জ্বালানি অবকাঠামো, আবাসন, গুরুত্বপূর্ণ অবকাঠামো, অর্থনীতি এবং পরিত্যক্ত মাইন ও বোমার অবশিষ্টাংশ সরানো হচ্ছে চলতি বছরের জন্য আমাদের পাঁচটি অগ্রাধিকার,” এক বিবৃতিতে বলেছেন ইউক্রেইনের প্রধানমন্ত্রী দেনিশ শামিহাইল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App