×

খেলা

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, যেভাবে খেলা দেখবেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৩, ১০:৪১ পিএম

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, যেভাবে খেলা দেখবেন

লিওনেল মেসি। ফাইল ছবি

প্রতিযোগিতামূলক ম্যাচ নয়, স্রেফ প্রীতি ম্যাচ। তাতে এমন একটি প্রতিপক্ষ আছে যারা সর্বশেষ কাতার বিশ্বকাপে খেলার সুযোগই পায়নি।

তবে এতকিছুর পরও আর্জেন্টাইনদের জন্য এক ঐতিহাসিক মুহূর্তই অপেক্ষা করছে নিঃসন্দেহে। হবেই না কেন, তিন যুগের আক্ষেপ ঘুচিয়ে কাতারে আকাশি-সাদা সমর্থকদের শিরোপার উৎসবে ভাসানো লিওনেল মেসি-ডি’ মারিয়ারা বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো মাঠে নামছে। তাও আবার ঘরের মাঠে। নিছক একটা ম্যাচ বললে ভুল হবে, বলা চলে চ্যাম্পিয়ন বরণের উৎসব হতে যাচ্ছে। বোওনোস এয়ার টাইমসের।

ম্যাচটি নিয়ে মানুষের মধ্যে উত্তাপ কেমন তা একটি দৃশ্য থেকেই টের পাওয়া যায়। কেননা ম্যাচের টিকিট কিনতে আগ্রহী ১৫ লাখেরও বেশি মানুষ। এমনকি ম্যাচটি খবর সংগ্রহের জন্য অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছেন এক লাখ ৩১ হাজার সাংবাদিক। অথচ বুয়েন্স আয়ার্সের সেই মনুমেন্টাল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা আছে মাত্র ৮৩ হাজার।

বাংলাদেশ সময় শুক্রবার (২৪ মার্চ) ভোর ছয়টায় পানামার মুখোমুখি হবে মেসি বাহিনী। ম্যাচটিকে ঘিরে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। খেলা শুরুর আগে পারফর্ম করবেন দেশটির ডিজে ও সঙ্গীতশিল্পীরা। এছাড়া, থাকছে নানা আয়োজন।

ম্যাচের টিকিট কিনতে আগ্রহী ১৫ লাখেরও বেশি মানুষ। এমনকি এক লাখ ৩১ হাজার সাংবাদিক ম্যাচটি কভার করার জন্য অ্যাক্রেডিটেশন কার্ড চেয়েছেন। অথচ বুয়েন্স আয়ার্সের সেই মনুমেন্টাল স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা আছে মাত্র ৮৩ হাজার।

আর্জেন্টিনা-পানামার পরিসংখ্যান শক্তির বিচারে বিশ্বচ্যাম্পিয়নদের চেয়ে ঢের পিছিয়ে পানামা। এখন পর্যন্ত দুই দেশ মুখোমুখি লড়াইয়ে নেমেছে দুইবার। তাতে দুবারই বাজেভাবে হেরেছে পানামা। আগামীকালের ম্যাচে আর্জেন্টাইনদের বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বিশ্বকাপ জয়। আর ঘরের মাঠের হাজার হাজার দর্শক তো বাড়তি অনুপ্রেরণাই জোগাবে লিওনেল মেসিদের। তাই অপেক্ষাকৃত দুর্বল দল পানামার বিপক্ষে জেতাটা খুব একটা কঠিন হবে না।

খেলা দেখবেন যেভাবে বিশ্বকাপ জয়ের পর প্রথমবার খেলতে নামা মেসিদের ম্যাচটি সরাসরি দেখা যাবে না দক্ষিণ এশিয়ার কোনো টিভি চ্যানেলে। তবে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দক্ষিণ আমেরিকান একটি ওটিটি প্ল্যাটফর্ম। ‘ফ্যানাটিজ’ নামের অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লে স্টোরে।

একাদশ যেমন হতে পারে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের মতে, কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে খেলা একাদশ নিয়েই নামতে যাচ্ছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। সম্ভাব্য দল- এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, মার্কাস অ্যাকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি’ মারিয়া, জুলিয়ান আলভারেজ ও লিওনেল মেসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App