ক্রিকেটে ৬ বলে ছয় ছক্কা, কিংবা ছয় বলে চার উইকেট নেয়ার বিষয়টি হর হামেশাই দেখা যাচ্ছে। তাই বলে ছয় বলে ছয় উইকেট! হ্যাঁ পাঠক ঠিকই শুনেছেন এক ওভারে ৬ উইকেট তুলে নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছেন নিউজিল্যান্ডের এক স্কুল পড়ুয়া ক্রিকেটার।
বুধবার (২২ মার্চ) নিউজিল্যান্ডের স্কুল ক্রিকেটে পালমারস্টোন নর্থ বয়েজ হাইস্কুল ও রোটোরোয়া হাইস্কুলের মধ্যকার ম্যাচে এমন ঘটনার জন্ম দেন ম্যাট রোয়ি। তিনি পালমারস্টোন নর্থ বয়েজ হাইস্কুলের হয়ে এ রেকর্ড গড়েন। ক্রিকেটীয় পরিভাষায় যাকে বলা হয় ‘পারফেক্ট ওভার’।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম ‘নিউজিল্যান্ড হ্যারাল্ড’ জানিয়েছে, নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে ডাক পাওয়া রোয়ি বুধবার ম্যাচে ৬ ওভার বোলিং করে ১২ রানে নিয়েছেন ৯ উইকেট। এর মধ্যে নিজের পঞ্চম ওভারে ৬ বলে ৬ উইকেট নেন ১৩ বছর বয়সী রোয়ি। ‘সত্যি বলতে পাগলাটে-কাণ্ড। একেবারেই অবিশ্বাস্য ব্যাপার’ এমন প্রতিক্রিয়া দেখান ম্যাট। শেষ পর্যন্ত ম্যাট ৬ ওভার বোলিং করে ১২ রানে তুলে নেন ৯ উইকেট।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।