রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উদ্ভাবন ও চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এই মেলার আয়োজন করা হয়। ‘মোবাইল অ্যাপ, গেইম ও জব ফেস্টিভ্যাল ২০২৩’ শীর্ষক এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।
এই আয়োজনে দেশের ২০টিরও বেশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ভিডিও চলচ্চিত্র ও অ্যানিমেশন ছবিও দেখানো হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওসমান গণি তালুকদার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেইম ও অ্যাপসের দক্ষতা উন্নয়ন প্রকল্প পরিচালক মো. আনোয়ার হোসেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।