জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯৫৪ শিক্ষার্থীর দ্বৈত ভর্তি বাতিলে চূড়ান্ত নোটিশ

আগের সংবাদ

উপকূলীয় হাসপাতালে বিশুদ্ধ পানির সংকট : সমাধানে সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগ জরুরি

পরের সংবাদ

প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩ , ১২:৪৭ পূর্বাহ্ণ আপডেট: মার্চ ২৩, ২০২৩ , ১২:৪৭ পূর্বাহ্ণ

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে; যার আওতায় নিয়োগ হবে তিন বিভাগে।

বুধবার (২২ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের জন্য শিক্ষক নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে কতসংখ্যক পদে এবার নিয়োগ দেয়া হবে তা উল্লেখ করা হয়নি।

অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে চলবে ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এর আগে প্রাথমিকে শিক্ষক নিয়োগে গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। তখনও আসন সংখ্যা বলা হয়নি।

আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে আবেদনের তথ্যাদি পাবেন।

আবেদনের জন্য ফি দিতে হবে মোট ২২০ টাকা, যেখানে আবেদন ফি ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২০ টাকা।

আবেদনের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (চার) স্কেলে ন্যূনতম দুই দশমিক ২৫ ও পাঁচ স্কেলে ন্যূনতম দুই দশমিক আট স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের আগামী ১৪ এপ্রিল ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর ও সর্বোচ্চ বয়স হতে ৩০ বছর।

মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী কোটাধারী আবেদনকারীদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ২১ থাকলেও সর্বোচ্চ বয়স দুই বছর বেশি অর্থাৎ ৩২ বছর হলেও আবেদন গ্রহণ করা হবে।

অপরদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২২ সালের ২২ সেপ্টেম্বরের স্মারক অনুযায়ী ২০২০ সালের ২৫ মার্চ যেসব প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল তারাও এই বিজ্ঞপ্তির অধীনে আবেদন করতে পারবেন।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়