মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগের সংবাদ

আইসিসিকে উড়িয়ে দেওয়ার হুঙ্কার রুশ প্রেসিডেন্টের

পরের সংবাদ

ইসি রাশেদা

প্রয়োজন হলে নিশ্চয় আবার সংলাপ করবো

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩ , ৫:২০ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৩, ২০২৩ , ৫:২০ অপরাহ্ণ

সংলাপের ফলে নির্বাচন সংক্রান্ত কাজের সুবিধা হয় বলে মন্তব্য করেছেন ইসি রাশেদা সুলতানা। এটি করার জন্য আইনে কিছু বলা নেই। এটুকু বলতে পারি, প্রয়োজন হলে নিশ্চয় আবার আমরা বসবো, আবার সংলাপ করবো।

বৃহস্পতিবার (২৩ মার্চ) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, তবে কাউকে ভোটের মাঠে দাঁড় করিয়ে, মানে আনতেই হবে, তা কিন্তু নির্বাচন কমিশনের কাজ না। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের আহ্বান করে থাকি, করতে পারি। কিন্তু তারা আসবে কি, আসবে না, ভোটে আনতেই হবে, এটি কিন্তু আমাদের কাজও না। এটিই হলো প্রকৃত কথা।

পাঁচ সিটি করপোরেশন (গাজীপুর, রাজশাহী, সিলেট, খুলনা ও বরিশাল) নির্বাচনের বিষয়ে রাশেদা সুলতানা বলেন, এখনো গাজীপুরে নির্বাচন কবে তার সিদ্ধান্ত হয়নি। তবে কোরবানির আগেই সব সিটি নির্বাচন শেষ করে দেবো। কোরবানির পরে আমাদের সংসদ নির্বাচনের জন্যই মনোনিবেশ করতে হবে। কেননা অনেক কাজ। অনেক ধরনের বিষয় আছে।

তিনি আরো বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন আগে হবে, আলাদাই হবে। সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত অন্যগুলোর সময় আছে। কিন্তু আমরা এতদূর যাবো না। ২৩ মে থেকে জুনের মধ্যেই পাঁচ সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কোনটা কবে হবে সেটি তফসিলে ঠিক হবে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়