নোবিপ্রবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

আগের সংবাদ

হাসানের ভয়ঙ্কর রূপ দেখল আইরিশরা

পরের সংবাদ

দক্ষিণ চট্টগ্রামে কয়েকটি গ্রামে অগ্রিম রোজা!

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩ , ৬:০৪ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৩, ২০২৩ , ৬:০৫ অপরাহ্ণ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা রমজান মাসের রোজা পালন শুরু করেছেন। প্রায় ২০০ বছর ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা এবং প্রতিবেশী দেশের মির্জাখীলের অনুসারীরা এ নিয়ে রোজা পালন করে আসছেন।

দরবারের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান জানিয়েছেন, মির্জাখীল দরবার শরীফের শাহ জাহাঁগীর তাজুল আরেফীনের প্রদর্শিত পথে বৃহস্পতিবার (২৩ মার্চ) ভোরে সেহেরি খেয়ে রোজা পালন শুরু করেছেন লাখো অনুসারী।

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতি, মনেয়াবাদ, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া ও গাটিয়াডাঙ্গা, লোহাগাড়া উপজেলার কলাউজান, বড়হাতিয়া, পুটিবিলা, চুনতি ও চরম্বা, বাঁশখালী উপজেলার কালিপুর, জালিয়াপাড়া, ছনুয়া, মক্ষিরচর, চাম্বল, শেখেরখীল, ডোংরা, আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ, বরুমচড়া, পটিয়া উপজেলার হাইদগাঁও, বাহুলী ও ভেল্লাপাড়াসহ শতাধিক গ্রামের কয়েক লাখ অনুসারী বৃহস্পতিবার প্রথম রোজা পালন করছেন।

এছাড়া চট্টগ্রামের বোয়ালখালী, চন্দনাইশ, হাটহাজারী, সন্দ্বীপ ও ফটিকছড়ি উপজেলা এবং বান্দরবান জেলার আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজারের টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া ও চাদঁপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জসহ আরো কয়েকটি জেলায় কয়েক লাখ অনুসারী প্রথম রোজা পালন করছেন বলে জানা গেছে সংশ্লষ্ট সূত্রে।

শুধু বাংলাদেশের বিভিন্ন জেলা নয়, ভারত, পাকিস্তান, মিয়ারমারে মির্জাখীল দরবার শরীফের অনুসারী আছেন। সেখানেও একই নিয়মে বৃহস্পতিবার থেকে রোজা পালন শুরু হয়েছে।

মছউদুর বলেন, ‘আমরা হানাফী মাযহাবের অনুসারী হিসেবে সৌদি আরবের মক্কা ও মদীনা শরীফে তথা আরব বিশ্বে চন্দ্র উদয়ের খবর পেয়ে বৃহস্পতিবার আমাদের প্রথম রোজা শুরু করেছি। বুধবার রাতে আমরা তারাবীহ আদায় করা হয়েছে।’

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়