সাকিব-লিটনকে ছাড়তে চায় না বিসিবি

আগের সংবাদ

শালিখায় দুর্ঘটনা: দুই মোটরসাইকেল আরোহী নিহত

পরের সংবাদ

খিলগাঁওয়ে পাইপ পড়ে রিকশাচালক নিহত

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩ , ১০:০৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ২৩, ২০২৩ , ১০:৩০ অপরাহ্ণ

রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়া এলাকায় পাইলিংয়ের পাইপের আঘাতে এক রিকশাচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল পাঁচটার দিকে ভুইয়াপাড়া নুরানী মসজিদের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, বিকালে ভুইয়াপাড়া নুরানী মসজিদের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। তখন পাশের ভবন নির্মাণের পাইলিংয়ের লোহার পাইপ তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ মর্গে।

মৃত বাছেরের বড় ভাই আবুল কাশেম স্বপন বলেন, তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জর উপজেলার বটতলি গ্রামে। বাবার নাম মৃত আবুল হোসেন। বর্তমানে খিলগাঁও ভুইয়াপাড়া এলাকায় স্ত্রী রোখসানা আক্তার ও ছয় মাস বয়সী মেয়েকে নিয়ে থাকতেন ব্যাটারিচালিত রিকশাচালক বাছের। চা পান করতে বিকেলে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। কিছুক্ষণ পরই তার মৃত্যুর খবর শুনতে পান তারা।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়