×

জাতীয়

৭ এপ্রিল থেকে অনলাইনে ঈদ টিকিট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০১:১১ পিএম

৭ এপ্রিল থেকে অনলাইনে ঈদ টিকিট

ছবি: ভোরের কাগজ

ঈদের আগাম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের সুবিধার্থে আগামী ৭ এপ্রিল থেকে ঈদ টিকিট বিক্রি করবে বাংলাদেশ রেলওয়ে।  এবারে ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বুধবার (২২ মার্চ) রেলভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী  বলেন, যাত্রার দশ দিন আগে থেকে ঈদ টিকিট বিক্রি করা হবে। ১৭ তারিখের যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ৭ তারিখ। এভাবে ২১ এপ্রিলের টিকেকিট বিক্রি করা হবে ১১ এপ্রিল। ঈদ ফিরতি টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল। ওই দিন বিক্রি করা হবে ২৫ এপ্রিলের টিকিট।

মন্ত্রী জানান, এবারে ঈদযাত্রা ও ফেরতের ক্ষেত্রে ১৭-৩০ এপ্রিল পর্যন্ত রেলের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এবারে ৯ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। এবারে অতিরিক্ত যাত্রীরা যাতে বাড়ি যেতে পারেন সে জন্য ৫৩টি কোচ যুক্ত করা হবে। ঈদের সময় সারাদেশে মোট ২১৮টি ট্রেন চলাচল করবে।

তিনি জানান, ১ এপ্রিল তারিখ হতে যাত্রার ১০ দিন পূর্বের আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রয় করা হবে।

রেলমন্ত্রী জানান, আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ছাড়া অন্য দুটি ট্রেন মিতালী ও মৈত্রী এক্সপ্রেস ঈদের সময় বন্ধ থাকবে।

এসময় রেল সচিব ও রেলওয়ের মহাপরিচালক উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App