×

সারাদেশ

মাগুরায় প্রতিবন্ধী কৃষক আক্কাসের পাট বীজ বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৫:২০ পিএম

মাগুরায় প্রতিবন্ধী কৃষক আক্কাসের পাট বীজ বিতরণ

ছবি: দীপক চক্রবর্তী, মাগুরা

প্রতিবন্ধী হয়েও পিছিয়ে থাকেননি মাগুরার আক্কাস খান। তিনি নিজের জমিতে উচ্চ ফলনশীল জাতের বীজ বপন করে সফল চাষি।

বুধবার (২২ মার্চ) দুপুরে মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের প্রতিবন্ধী কৃষক আক্কাস খান নিজ উদ্যোগে ৮০ জন কৃষককে ১ কেজি করে মোট ৮০ কেজি উচ্চ ফলনশীল পাটবীজ বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে পাট বীজ বিতরণ করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা নির্বাহী অফিসার, মাগুরা সদর, উপজেলা কৃষি অফিসার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমুখ।

জেলা প্রশাসক বলেন , প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে আজ আক্কাস খান একজন সফল কৃষক। তিনি এখন অসংখ্য কৃষকের অনুপ্রেরণা। তিনি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্য কৃষকদের সহায়তা করার জন্য উচ্চ ফলনশীল পাটবীজ বিতরণ করার যে উদ্যোগ গ্রহণ করেছেন তা এক কথায় প্রশংসনীয়। এমন উদ্যোগ এর জন্য আক্কাস খানকে তিনি সাধুবাদ জানাই। সমাজের সবাইকে এভাবে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনে এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App