×

সারাদেশ

আমতলীতে তরমুজ চাষিদের মাথায় হাত!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৪:৩৬ পিএম

আমতলীতে তরমুজ চাষিদের মাথায় হাত!

ছবি: হারুন অর রশিদ আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে ভারি বর্ষণের কারণে তরমুজ ক্ষেত তলিয়ে গেছে। তরমুজ চাষিরা বিপাকে। তরমুজ গাছ ও ফলন পচে যাওয়ার সম্ভবনা রয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হবে জানিয়েছেন কৃষকরা।

জানাগেছে, আমতলী উপজেলার এ বছর ৬ হাজার ২’শ ৪০ হেক্টর জমিতে তরমুজ চাষ করছে। চাষিদের অক্লান্ত পরিশ্রম ও আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজের ফলন ভালো হয়েছে। কিছু কিছু ক্ষেতের তরমুজ বিক্রি হলেও এক সপ্তাহের মধ্যে অনেক তরমুজ কাটার উপযোগী হবে। গত চার দিনের ভারি বর্ষণে তরমুজ চাষিরা মহাবিপাকে পড়েছে। কৃষকদের মাথায় হাত।

বৃষ্টির পানিতে ক্ষেত তলিয়ে গেছে। বৃষ্টি আরো দুই একদিন স্থায়ীত্ব হলে সর্বস্বান্ত হয়ে যাবে কৃষক ও তরমুজ চাষিরা। এতে অন্তত শত কোটি টাকার লোকসান হবে বলে জানিয়েছেন কৃষকরা। পথে বসে যাবে কৃষক ও তরমুজ চাষিরা।

সরেজমিনে তরমুজ ক্ষেত ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে তরমুজ ক্ষেতে পানি জমিয়ে গেছে। অনেক তরমুজে শিল পড়ার কারণে নষ্ট হয়ে গেছে। কৃষকরা পানি নিষ্কাশনে কাজ করছেন। উপজেলার আঠারগাছিয়ার শহীদ মাস্টার বলেন, এ বছর তরমুজ চাষ দিয়েছে, ফলনও ভালো হয়েছে। হঠাৎ এ বৃষ্টির কারণে তরমুজ ক্ষেত তলিয়ে গেছে। এ নিয়ে বেশ দুশ্চিন্তায় আছি। গুলিশাখালীর ফারুক মিয়া, প্রথম কিছু তরমুজ বিক্রি করেছি, যা আছে তা আর বিক্রির সম্ভাবনা নেই।

কুকুয়ার মেহেদী হাসান বলেন, হঠাৎ এই কয়দিন বৃষ্টিতে তরমুজ ক্ষেত শেষ। মোরা এহন গরিব হইয়া গেছি। মাঠে সেচ দেয়ার জন্য মেশিন বসাইছি, হ্যাতে কিচ্ছু হইবে বইল্লা মনে হয় না। আমতলী উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, এ কদিনের বৃষ্টিতে তরমুজ ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভবনা রয়েছে। কৃষকদের ক্ষেতের পানি নিষ্কাশনের পরামর্শ দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App