ফেনীতে ভেজাল মসলাসহ গ্রেপ্তার ৪

আগের সংবাদ

সালথায় গৃহহীন মুক্ত হওয়ায় আনন্দ শোভাযাত্রা

পরের সংবাদ

‘রমজানে বাজার অস্থির হলে ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে ব্যবস্থা’

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩ , ৩:৪১ অপরাহ্ণ আপডেট: মার্চ ২২, ২০২৩ , ৩:৪১ অপরাহ্ণ

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার পর্যবেক্ষণে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, এফবিসিসিআই ও বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বুধবার (২২ মার্চ) দুপুরে রাজধানীর নিউমার্কেটের বনলতা কাঁচা বাজার, মুরগীর বাজার, মাছের বাজার, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় বাজারে যৌথ ভাবে এ তদারকি করা হয়।

এ সময় ক্রয়কৃত দাম ও বিক্রিত দামের বিষয়ে যাচাই করা হয় এবং বেশি দামে পণ্য বিক্রি থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়। তদারকি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এবং ব্যবসায়ী নেতারা।

ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে, এফবিসিসিআই, দোকান মালিক সমিতি এবং সংশ্লিষ্ট বাজার কমিটির মাধ্যমে যৌথ ভাবে বাজার তদারকি করছি। আসন্ন রমজানে যদি অস্থিতিশীল হয়ে ওঠে, তাহলে এর দায়ভার সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতিকে নিতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কোনো ভাবেই যাতে বাজার অস্থির না হয়, সে বিষয়ে কাজ করছি।’

তিনি বলেন, ‘বাজারে অনেক পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। পণ্যের কোনো ঘাটতি নেই। ভোক্তাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। ব্রয়লার মুরগির দাম বেড়েছে। কিন্তু এই দাম ২০০ টাকার উপরে হওয়ার কথা নয়। অথচ বিক্রি হচ্ছে ২৮০ টাকায়, অর্থাৎ ৮০ টাকাই বেশি।

তিনি বলেন, ‘আপনারা জানেন যে মুরগীর দাম নিয়ে আমরা কাজ করেছি। এ বিষয়ে আমরা আটটি সুপারিশ দিয়েছি সরকারের কাছে। আশা করি, ভোক্তাদের স্বার্থ বিবেচনায় মুরগির বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে।’

গত ০৯ মার্চ পোলট্রি খাতের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করে ভোক্তা অধিদপ্তর। তখন ব্রয়লার মুরগির দাম না কমলে আমদানির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হবে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। কিন্তু তারপরও আরেক দফা বাড়লো মুরগিরর দাম।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়