লন্ডন পুলিশ বর্ণবাদী ও নারীবিদ্বেষী: প্রতিবেদন

আগের সংবাদ

‘প্রধানমন্ত্রী আমাদের সব কষ্ট দুর করে দিয়েছেন’

পরের সংবাদ

ফের আলেপ্পো বিমানবন্দরে ইসরাইলের হামলা

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩ , ৫:১০ অপরাহ্ণ আপডেট: মার্চ ২২, ২০২৩ , ৫:১০ অপরাহ্ণ

সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ফের বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বুধবার (২২ মার্চ) প্রথম প্রহরে বিমানবন্দরটির রানওয়েতে ইসরাইলের যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ভূমধ্যসাগরের ওপর দিয়ে যুদ্ধবিমানের মাধ্যমে আলেপ্পো বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরাইল। বিস্ফোরণের শব্দ অন্যান্য অঞ্চল থেকেও শোনা গেছে।

এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মত আলেপ্পো বিমানবন্দরে হামলা করেছে ইসরাইল।

এ বছর মার্চের শুরুতেই ইসরাইলি বিমান হামলায় রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরটির কার্যক্রম কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। এর কিছুদিন পরে আবারও ইসরাইলের হামলায় উত্তর-পশ্চিম সিরিয়ার অঞ্চলটি ক্ষয়ক্ষতির শিকার হয়।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়