মালিবাগ রেলগেটে বাস-ট্রেন সংঘর্ষ
মালিবাগ রেলগেটে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় হতাহত হয়নি কেউ।
বুধবার (২২ মার্চ) রাত নয়টা দুই মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।
ট্রেনটি যখন মালবাগ রেলগেট ক্রস করছিলো, তখন মৌচাক থেকে মালিবাগ রেলগেট পার হতে থাকা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব ১৪-৬৬৬৩) সঙ্গে ধাক্কা লাগে। এসময় ট্রেনটি বাসটিকে প্রায় ২০০ মিটার ঠেলে নিয়ে দাঁড়িয়ে যায়। বাসটি খালি থাকায় কেউ হতাহত হয়নি, বাসের চালক ও খালাসী পালিয়ে যায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল ফারুক বলেন, রাত নয়টা দুই মিনিটে আমাদের কাছে খবর আসে, মালিবাগে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম গিয়েছে ও কাজ করছে। এ বিষয়ে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী কোনো হতাহতের খবর আমাদের কাছে আসেনি।
এডিসি ট্রাফিক মোল্লা তবিবুর রহমান বলেন, তারা গাড়িটি সরানোর জন্য রেকার নিয়ে এসছেন। উৎসুক জনতার ভিড়ে কাজ করতে বেগ পেতে হচ্ছে।
জানা গেছে,সোহাগ পরিবহনের বাসে পাঁচ-ছয়জন যাত্রী ছিলেন, যারা ভারত থেকে যশোরের বেনাপোল হয়ে ঢাকায় মালিবাগ কাউন্টার হয়ে মালিবাগ রেল গেটে পেরিয়ে মালিবাগ বাজারে শেষ কাউন্টারে যাচ্ছিলো। যাত্রীদের মধ্যে দুজন নারী, একজন বৃদ্ধ ও ভারতীয়দেরকে ইবনে সিনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।