কানাডার মানুষেরা ছারপোকায় অতিষ্ঠ

আগের সংবাদ

রেকর্ড সেঞ্চুরি: সেরা বিশে মুশফিক

পরের সংবাদ

উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা

ক্ষেতলালে ৬৯ পরিবার পেল স্থায়ী ঠিকানা

প্রকাশিত: মার্চ ২২, ২০২৩ , ৫:২৭ অপরাহ্ণ আপডেট: মার্চ ২২, ২০২৩ , ৫:৩০ অপরাহ্ণ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।

এ লক্ষ্যে বুধবার (২২ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে ৪র্থ পর্যায়ে উপজেলার ৩০টি পরিবারের হাতে জমির মালিকানা দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ার পারভেজ।

ছবি: ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সুবিধাভোগী পরিবার ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম, ২য় ও তয় পর্যায়ে ৩৯টি ও ৪র্থ পর্যায়ে ৩০টিসহ উপজেলার মোট ৬৯টি পরিবারের মাঝে জমিসহ বাড়ির চাবি হস্তান্তর করা হয়। ৪র্থ পর্যায়ে উপজেলার বড়তারা ইউনিয়নের উত্তরহাটশহর ৮টি, তারাপানি ১০টি, ছোটতারা ৩টি, মামুদপুর ইউনিয়নের উত্তর তাউসারা ২টি, বড়াইল ইউনিয়নের দক্ষিণ হাটশহর ১টি ও আলমপুর ইউনিয়নের শিবপুর মৌজায় ৬টিসহ মোট ৩০টি গৃহ হস্তান্তর করা হয়েছে। এসব বাড়িতে বিদ্যুৎ ও সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৭টি জেলা ও ১৫৯টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে একযোগে হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধণ করেন।

ছবি: ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়