×

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে আপনার পরিকল্পনা নিয়ে কথা বলবো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১০:১১ এএম

যুদ্ধ বন্ধে আপনার পরিকল্পনা নিয়ে কথা বলবো

ছবি: বিবিসি

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়াতে সরকারি সফরে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মস্কোয় তাকে স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় সোমবার (২০ মার্চ) ক্রেমলিনে বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের দেওয়া পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে জানান ভ্লাদিমির পুতিন। খবর বিবিসির।

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হওয়ার পর সোমবারই প্রথম বিদেশ সফর করছেন শি জিনপিং। মস্কোয় রুশ সামরিক বাহিনীর কুচকাওয়াজে শি জিনপিংকে অভ্যর্থনা জানানো হয়। এদিন স্থানীয় সময় বিকেলে ক্রেমলিনে দুই নেতার সাক্ষাৎ হয়। এসময় তারা একে অপরকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে অভিবাদন জানান।

ইউক্রেনে ঘোরতর সংকট কাটিয়ে উঠতে শি জিনপিংয়ের ১২ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা জানিয়ে পুতিন বলেন, আমরা সবসময়ই আলোচনার প্রক্রিয়ার জন্য প্রস্তুত। চীন প্রতিটি দেশের জন্য অভিন্ন নিরাপত্তার কথা বলে ন্যায়বিচারের মূলনীতির প্রতি অটল রয়েছে।

জবাবে শি জিনপিং ভ্লাদিমির পুতিনের উদ্দেশে বলেছেন, আপনার বলিষ্ঠ নেতৃত্বে, রাশিয়া ব্যাপক উন্নয়ন অগ্রগতি করেছে। আমার দৃঢ় বিশ্বাস, রুশরা আপনার প্রতি অবিচল আস্থা ও সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে।

মস্কোয় শি জিনপিংয়ের পৌঁছানোর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনের পিপলস ডেইলিতে এক নিবন্ধে লেখেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতির কাছে দুই দেশ (রাশিয়া-চীন) কখনোই দুর্বল হয়ে পড়বে না।

গত মাসে চীন ইউক্রেন যুদ্ধ বন্ধে ১২ দফা পরিকল্পনা প্রকাশ করে। এতে দুই দেশের মধ্যে শত্রুতা কমিয়ে শান্তি আলোচনার কথা বলা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App