×

খেলা

এমবাপ্পেকেই অধিনায়ক ঘোষণা করলো ফ্রান্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১১:১৭ পিএম

এমবাপ্পেকেই অধিনায়ক ঘোষণা করলো ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পে

ফিফার আন্তর্জাতিক বিরতিতে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচ খেলতে নামছে ফ্রান্স। ২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পেকে অধিনায়ক হিসেবে নির্বাচন করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

অধিনায়ক হিসেবে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের প্রথম পছন্দের তালিকায় ছিলেন তিনি। তাই মঙ্গলবার (২১ মার্চ) কিলিয়ান এমবাপ্পেকে অধিনায়ক ঘোষণা করেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও কোচ দেশম।

এমবাপ্পেকে অধিনায়ক হলে অ্যান্তোনিও গ্রিজম্যান আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে পারেন এমন গুঞ্জন ছিল। এর মধ্যে অ্যাথলেটিকো মাদ্রিদের গ্রিজম্যানকে সহ-অধিনায়ক ঘোষণা করেছেন দেশম। বিষয়টি নিয়ে ফ্রান্স কোচ বলেছেন, ‘কিলিয়ান এমবাপ্পে ব্লুজদের নতুন অধিনায়ক। অ্যান্তোনিও গ্রিজম্যান সহ-অধিনায়কের দায়িত্বে থাকবে। নেতৃত্ব দেওয়ার জন্য যা যা দরকার এমবাপ্পের তার সব গুণ আছে। যেমন- দল হিসেবে খেলতে মাঠে একীভূত থাকা।’

মাত্র ২৪ বছর বয়সেই নেতৃত্বভার পাওয়ায় এমবাপ্পে আর্মব্রান্ড পরে মাঠে নামলেই ফ্রান্সের সবচেয়ে কম বয়সী অধিনায়ক হওয়ার কীর্তি গড়লেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে উয়েফা নেশনস লিগের এক ম্যাচে আর্মব্রান্ড পরেছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App