×

সারাদেশ

এই সরকারের আমলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৯:১৮ পিএম

এই সরকারের আমলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে

ছবি: শংকর দত্ত, ছাতক (সুনামগঞ্জ)

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ছাতক-দোয়ারাবাজার উপজেলায় বিএনপি সরকারের আমলে সব চেয়ে বেশি অবহেলিত ছিল। শেখ হাসিনা সরকারের আমলে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বরাদ্দ এসেছে। শতশত স্কুল কলেজের নতুন নতুন ভবন নির্মাণের বরাদ্দ পরিকল্পনা চলমান রয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের আয়োজনে কলেজ মাঠে ওই ভবনের ৩য় তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। কলেজের গর্ভনিং বডির সভাপতি প্রকৌশলী পরিমল চন্দ্র নাথের পরিচালনায় ও সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ নাসীর উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মানিক আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ বছর যাবৎ রাষ্ট্র পরিচালনা করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করেছেন। যার কৃতিত্ব আওয়ামী লীগ সরকারের আমলেই সম্ভব হয়েছে।

এ সময় তিনি সবার উদ্দেশে পুনরায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে নির্বাচিত করার প্রতিশ্রুতি বদ্ধ করিয়ে রাস্তা, স্কুল কলেজ ও নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ পরিকল্পনার কথা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সুনামগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শামসুল আরেফিন খাঁন, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মো. লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, ছাতক উপজেলা এলজিইডি প্রকৌশলী আফছর আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান মাস্টার আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, ছাতক উপজেলার সেচ্চাসেবকলীগ নেতা মঞ্জুর আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আহ্বায়ক কমিটি সদস্য খালেদ হাসান, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম কিরন, বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি এড. আব্দুল জলিল প্রমুখ।

এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, মেম্বার আরশাদ আলী, মুশাহিদ আলী, আব্দুস সালাম, মাষ্টার মুস্তাক আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পরেশ চন্দ, সাবেক মেম্বার মাহমদ আলী, ছৈলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী,

অনুষ্ঠানে শুরুতেই কোরআন থেকে তিলায়াত করেন মেহেদী হাসান, গীতা থেকে পাঠ করেন অর্পিতা তালুকদার। পরে প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রছাত্রীরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল ও ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App