হ্যারি পটারের জনপ্রিয় অভিনেতা পল গ্র্যান্ট আর নেই

আগের সংবাদ

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প

পরের সংবাদ

৩ দিনের মাথায় ফের কমলো স্বর্ণের দাম

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩ , ১১:৩৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ২১, ২০২৩ , ১১:৩৮ অপরাহ্ণ

দেশের বাজারে রেকর্ড দাম বাড়ার তিনদিনের মাথায় কিছুটা কমেছে স্বর্ণের দাম। সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। এখন ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৭ হাজার ৬২৮ টাকা বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার (২২ মার্চ) থেকে কার্যকর হবে নতুন এ দাম বলে নিশ্চিত করেছে সংস্থাটি।

তথ্যসূত্র বলছে,. গত ১৮ মার্চ ঘোষণা দিয়ে সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয় ৯৮ হাজার ৭৯৪ টাকা।

এর আগে দেশের বাজারে কখনো স্বর্ণের এতো দাম হয়নি। ১৯ মার্চ থেকে সোনার সেই দাম কার্যকর হয়। রেকর্ড এই দাম নির্ধারণের তিনদিনের মাথায় কমানো হলো স্বর্ণের দাম। মঙ্গলবার (২১ মার্চ) বৈঠক করে নতুন করে স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্ত নেয় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি।

এরপর মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ-এর সই করা এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর কথা জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা কার্যকর হবে ২২ মার্চ থেকে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়