ভারত সফরে গেলেন বাণিজ্যমন্ত্রী

আগের সংবাদ

অমর্ত্য সেনের নামে বিতর্কিত জমির নামজারি

পরের সংবাদ

পর্তুগালে দুই বাংলাদেশি নিহত

প্রকাশিত: মার্চ ২১, ২০২৩ , ৯:০৪ অপরাহ্ণ আপডেট: মার্চ ২১, ২০২৩ , ৯:০৪ অপরাহ্ণ

পর্তুগালের বেজায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২)। এর মধ্যে শাহীন আহমেদ মৌলভীবাজার সদর থানা ও সুহেদ সিলেটের গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, শাহীন ও সুহেদ নির্মাণকাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ একটি দেয়াল ধসে মারাত্মকভাবে তারা আহত হন। পরে পুলিশ ও জরুরি সেবার স্বাস্থ্যকর্মীরা এসে তাদের মৃত ঘোষণা করেন।

তাদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে রয়েছে। তাদের মৃত্যুতে লিসবনসহ পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়