×

খেলা

শান্তর ফিফটি, ১৫০ ছাড়িয়ে টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৪:৪০ পিএম

শান্তর ফিফটি, ১৫০ ছাড়িয়ে টাইগাররা

লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। আগের ম্যাচে আইরিশদের রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়েছে তামিমের দল। আজ জিতলেই তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে স্বাগতিকরা।

শান্তর সঙ্গে জুটির সেঞ্চুরি গড়ে সাজঘরে ফিরলেন লিটন দাস। সেঞ্চুরির পথেই ছিলেন টাইগার ওপেনার। তবে ক্যাম্ফারের বলে দুর্বল শটে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসলেন লিটন। ৭১ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৭০ রান করেন বাংলাদেশের ওপেনার। লিটন ফিরতেই ফিফটি পেয়েছেন শান্ত। ৫৯ বলে ২ চার ও ১ ছয়ে ৫০ ছুঁয়েছেন বামহাতি ব্যাটসম্যান।

২৮ ওভারে ২ উইকেটে ১৫২ রানে ব্যাট করছে বাংলাদেশ। শান্ত ৫০ ও সাকিব ব্যাট করছেন ৪ রানে।

কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে প্রথম পাওয়ার প্লেতে দুর্দান্ত বল করেছে আইরিশরা। প্রথম পাঁচ ওভারে আসে মাত্র ১৪ রান আর পরের পাঁচ ওভারে আসে ২৮ রান। দশম ওভারে অহেতুক রান আউটে তামিমকে হারায় বাংলাদেশ। এতে ওপেনিং জুটি ভাঙে ৪২ রানে। ৪ চারে ৩১ বলে ২৩ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

বাংলাদেশ একাদশ তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, ইয়াসির আলী রাব্বি, তাসকিন আহমেদ ইবাদত হোসেন, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), মার্ক এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, পল স্টার্লিং, হ্যারি টেক্টর, লরকান টাকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App