×

জাতীয়

বীরত্বের স্বীকৃতি পেলো র‍্যাবের ৮৫ সদস্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০১:৪৪ পিএম

বীরত্বের স্বীকৃতি পেলো র‍্যাবের ৮৫ সদস্য

ছবি: সংগৃহীত

প্রতিষ্ঠার ১৯তম বার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষ্যে বাহিনীর মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয়েছে। এবারের দরবারে বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ র‍্যাব মহাপরিচালক পদক পেয়েছেন ৮৫ সদস্য। বিশেষ সম্মাননা সাহসিকতার জন্য ৩৫ জন ও সেবার জন্য পুরস্কার পেয়েছেন ৫০ র‍্যাব সদস্য।

সোমবার (২০মার্চ) আভিযানিক কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ তাদের পদক পরিয়ে দেন মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। রাজধানী উত্তরা কুর্মিটোলাস্থ র‍্যাব সদর দপ্তরের শহীদ লে. কর্নেল আজাদ মেমোরিয়াল হলে দরবার অনুষ্ঠিত হয়।

এবারের দরবারে প্রথম রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় তিন মরদেহ উদ্ধার করায় র‍্যাব ডগ স্কোয়াডের কুকুর চিতাকে পুরস্কৃত করা হয়েছে। এই প্রথম কোন ডগ স্কোয়াডের কুকুর পদক পেলো।

এর আগে তিনি শহীদ র‍্যাব সদস্যদের স্মৃতি স্মরণে শহীদ র‍্যাব সদস্যদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও শহীদ র‍্যাব সদস্যদের পরিবারের সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App