×

জাতীয়

বিশ্ব পানি দিবস : ভোরের কাগজের সেমিনার আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৮:৫০ এএম

বিশ্ব পানি দিবস : ভোরের কাগজের সেমিনার আজ

ফাইল ছবি

বিশ্ব পানি দিবসকে সামনে রেখে ‘এক্সিলারেটিং চেঞ্জ টু সলভ দ্য ওয়াটার এন্ড স্যানিটেশন ক্রাইসিস’ শীর্ষক এক সেমিনার আয়োজন করেছে দৈনিক ভোরের কাগজ ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সেমিনারে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি।

ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত সেমিনারের সূচনায় ভূমিকা তুলে ধরবেন এবং মডারেটর হিসেবে দায়িত্ব পালন করবেন। এতে স্বাগত বক্তব্য রাখবেন এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের নির্বাহী পরিচালক এস এম এ রশীদ।

বিশ্ব পানি দিবস উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বাণী পাঠ করবেন বাংলাদেশে জাতিসংঘ তথ্যকেন্দ্রের প্রতিনিধি তাহমিদা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাইরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সরোয়ার হোসেন, ইউনিসেফ বাংলাদেশ এর ডব্লিউএএসএইচ বিশেষজ্ঞ শফিকুল আলম।

এতে ‘রিসার্চ অ্যান্ড মনিটরিং এক্সিলারেট ইন্টিগ্রিটি অ্যান্ড সিকিউরিটি অব ওয়াটার অ্যান্ড স্যানিটেশন সার্ভিস’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পানি উন্নয়ন বোর্ডের গ্রাউন্ড ওয়াটার হাইড্রোলজির ডিরেক্টর ড. আনোয়ার জাহিদ, ‘এক্সিলারেটিং চেঞ্জ টু অ্যাচিভ এসডিজি সিক্স : বাংলাদেশ কনটেক্সট’ শিরোনামে অন্য একটি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. তানভীর আহমেদ।

বিশেষজ্ঞ বক্তব্য রাখবেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিকল্পনা) তুষার মোহন সাধু খাঁ, চিফ অপারেটিং অফিসার সিডব্লিউআইএস-এফএসএম সাপোর্ট সেল ড. আব্দুল্লাহ আল মুঈদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক (জেপিজিএসপিএইচ), বাশিরা আক্তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App