×

খেলা

টাইগারদের আজ সিরিজ জয়ের মিশন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৮:৪০ এএম

টাইগারদের আজ সিরিজ জয়ের মিশন

ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে টাইগাররা। এই ম্যাচে জিতলেই ঘরের মাটিতে এক সপ্তাহর ব্যবধানে টানা দুটি সিরিজ জয় করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। গত ১৪ মার্চ ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়েছে সাকিব বাহিনী। আজ আইরিশদের হারাতে পারলে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিজেদের করে নেবে লাল-সবুজের প্রতিনিধিরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে জিটিভি ও টি স্পোর্টস। সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ।

এর আগে প্রথম ওয়ানডেতে আইরিশদের বিপক্ষে সাকিব আল হাসান ও অভিষিক্ত তাওহিদ হৃদয়ের ব্যাটিং নৈপুণ্যের পর বোলারদের দৃঢ়তায় ১৮৩ রানের রেকর্ড জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করে টাইগাররা। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৯ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১১ ম্যাচে মুখোমুখি হয়েছে টাইগাররা। এর মধ্যে জয়ের পাল্লা ভারী টাইগারদের দিকেই। আটটি জয়ের বিপরীতে হেরেছে দুটি ম্যাচে। আর অপর ম্যাচটি পরিত্যক্ত হয়। ২০১৬ সালে এবং এ বছরের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে সিরিজ ছাড়া ২০১৫ সাল থেকে ঘরের মাঠে ওয়ানডেতে কোনো সিরিজ হারেনি বাংলাদেশ। এই ম্যাচে জিতলেই ঘরের মাটিতে আরেকটি সিরিজ জয়ের স্বাদ পাবে সাকিব-তামিমরা।

গতকাল কোনো অনুশীলন সেশন ছিল না টাইগারদের। তবে দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে বৃষ্টি¯œাত দিনে একাই ঐচ্ছিক অনুশীলন করেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। তামিমের একাকী অনুশীলনে সঙ্গী ছিলেন রঙ্গনা হেরাথ। গতকাল জন্মদিন ছিল এই স্পিন কোচের। আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে কথা বলেন এই লঙ্কান। তিনি বলেন, ‘সামনে বিশ্বকাপ আসছে। তাই আমাদের যে কোনো উইকেটে খেলার জন্য তৈরি থাকতে হবে। সিলেটের উইকেট থেকে স্পিনাররা খুব বেশি সাহায্য পায়নি। কিন্তু আমরা এই উইকেটেও ভালো বোলিং করেছি। পরের ম্যাচে জানি না কী ধরনের উইকেট পাব। যে কোনো উইকেটের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। বোলার ও ব্যাটার সবার ক্ষেত্রেই এটি প্রযোজ্য।’

আয়ারল্যান্ড দলের অনুশীলন করার কথা ছিল গতকাল। তবে বৃষ্টির কারণে বাতিল করতে হয় তাদের অনুশীলন। গা গরম করতে না পারলেও সংবাদ সম্মেলনে আসেন আইরিশদের প্রধান কোচ আইনরিখ মালান। তিনি বলেন, ‘প্রথম ম্যাচেই দেখেছি বাংলাদেশ দল মানে শুধু স্পিনার নয়, তিনজন মানসম্পন্ন পেসারও আছেন। আমার মনে হয় আমাদের জন্য ভালো একটি চ্যালেঞ্জ এটি। আমরা যাতে ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারি তা নিশ্চিত করতে হবে। অবশ্যই এমন শুরু চাইনি আমরা। এটা নিশ্চিত করতে হবে যে আমরা কন্ডিশনে শতভাগ স্বচ্ছন্দ। যেমনটি প্রত্যাশা করেছিলাম, সত্যি বলতে কি তার চেয়ে একটু ভিন্ন কন্ডিশন। উইকেট সত্যিই ভালো ছিল। আমাদের এখন স্বচ্ছ একটা ধারণা থাকতে হবে এ ব্যাপারে। আমরা টিম মিটিংয়ে আলোচনা করেছি, কীভাবে উইকেট নেয়া যায় এবং জুটি ভাঙতে হয়। নিজেদের কন্ডিশনে খেলা ভালো কিছু খেলোয়াড়কে চাপে ফেলা যায়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App