রাজধানীর মিরপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. বাবু (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শিয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবুর গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়।
বাবুর সহকর্মী মনির হোসেন জানান, আজ সকাল থেকে শিয়ালবাড়ি ১০ নম্বর রোডের ৫ নম্বর প্লটে একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন বাবু। সাড়ে ৮টার দিকে ভবন থেকে তিনি নিচে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পর ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।