সেঞ্চুরি করলেন মুশফিকুর রহিম।
সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করেন তিনি। ম্যাচটিতে ৫০ ওভার শেষ হওয়া পর্যন্ত অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। তার ব্যক্তিগত সংগ্রহ ১০০ রান। অপরদিকে, ১৪টি চার এবং দুটি ছয় মেরেছেন মুশফিকুর রহিম। ব্যক্তিগত পয়েন্ট (এস/আর) সংগ্রহ: ১৬৬.৬৭।
সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে মুশফিকের সেঞ্চুরিতে ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।