বরগুনায় বাস খাদে, আইনজীবী নিহত

আগের সংবাদ

ভূমিসহ আশ্রয়ণের ঘর পাচ্ছেন আরো ২৭৭ পরিবার

পরের সংবাদ

বাংলাদেশ সফরে পাকিস্তান দলে থাকছেন যারা

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩ , ৪:০৫ অপরাহ্ণ আপডেট: মার্চ ২০, ২০২৩ , ৪:০৫ অপরাহ্ণ

বাংলাদেশ সফরের জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

জানা যায়, বাংলাদেশ সফরে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল চার দিনের ম্যাচের সঙ্গে পাঁচটি একদিনের ও একটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে।

সূচি অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল দুদলের মধ্যে চার দিনের ম্যাচ শুরু হবে, যা অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। একই মাঠে আগামী ৬ ও ৮ মে অনুষ্ঠিত হবে দুটি একদিনের ম্যাচ। এর পর রাজশাহীতে চলে যাবে দুদল। সেখানে অনুষ্ঠিত হবে তিনটি একদিনের ম্যাচ এবং একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ।

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ স্কোয়াড

সাদ বাগ (অধিনায়ক), আলী আসফান্দ (সহ-অধিনায়ক), আহমেদ হোসেন, আরাফাত মিনহাস, আযান আওয়াইজ, আইমাল খান, আমির হোসেন, হামজা নওয়াজ, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ তাহির, মোহাম্মদ ইবতিসাম, সাজ্জাদ আলী, শাহজাইব খান, মোহাম্মদ তাইয়্যেব আরিফ, ওবাইদ শহিদ, শ্যামল হোসেন ও ওয়াহাজ রিয়াজ।

রিজার্ভ: মুহাম্মদ জুলকিফাল, আবিদুল্লাহ ও ইকরামুল তারিন।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়