বসবাসযোগ্য ঢাকার জন্য নাগরিকদের সচেতনতা জরুরি

আগের সংবাদ

কল্যাণপুরে ডিএনসিসির ১ একর জমি দখলমুক্ত

পরের সংবাদ

গৃহহীন মুক্ত হতে যাচ্ছে গৌরীপুর উপজেলা

প্রকাশিত: মার্চ ২০, ২০২৩ , ৫:০৭ অপরাহ্ণ আপডেট: মার্চ ২০, ২০২৩ , ৫:০৭ অপরাহ্ণ

বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ময়মনসিংহের গৌরীপুর উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন  মুক্ত ঘোষণার পূর্ব প্রস্তুতি উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন।

সোমবার (২০ মার্চ) দুপরে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে  স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা প্রকৌশলী অসিত বরণ দেব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পু, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক আবু কাউসার চৌধুরী রন্টি, ইউপি চেয়ারম্যান হযরত আলী, আল মুক্তাদির শাহীনসহ উপজেলা প্রশাসনের একাধিক  কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

ইউএনও জানান আগামী (২২ মার্চ) বুধবার সকাল ৯ টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের ন্যায় গৌরীপুর উপজেলার উপকারভোগীদের মাঝে ২১টি গৃহ হস্তান্তর করে এ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত এলাকা ঘোষণা করবেন।

উল্লেখ্য, উপজেলায় প্রথম পর্যায়ে ১০২টি, ২য় পর্যায়ে ২৫টি, ৩য় পর্যায়ে ৪২টি, চতুর্থ পর্যায়ে ২১টিসহ সর্বমোট ১৯০টি ঘর “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর ও জমি কাগজপত্র হস্তান্তর করা হয়েছে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়