চট্টগ্রামে সাবমেরিন ঘাঁটি উদ্বোধনে প্রধানমন্ত্রী
কারো সঙ্গে যুদ্ধ নয়, আক্রমণ করলে সমুচিত জবাব দেয়ার প্রস্তুতি থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ মার্চ) কক্সবাজারের পেকুয়ায় নির্মিত সাবমেরিন ঘাঁটি বানৌজা উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধে নৌবাহিনীর বিশাল অবদান রয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, নৌবাহিনীকে একটি পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত করতে সক্ষম হয় আওয়ামী লীগ সরকার। এ ছাড়াও আধুনিকভাবে করে গড়ে তোলা হচ্ছে সব বাহিনীকে। এরইমধ্যে ৩১টি যুদ্ধ জাহাজ সংগ্রহ করা হয়েছে। এই সাবমেরিন ঘাঁটিতে নোঙর করতে পারবে ছয়টি সাবমেরিন ও আটটি যুদ্ধজাহাজ।
তিনি আরো বলেন, আমরা কারো সঙ্গে যুদ্ধ চাই না। শান্তি চাই; তবে কেউ আক্রমণ করলে সমুচিত জবাব দেয়ার প্রস্তুতি আমাদের থাকবে।
২০১৭ সালে সাবমেরিন যুগে প্রবেশের পর কর্ণফুলী নদীর ঈশা খাঁ নৌঘাঁটিতে বানৌজা ‘নবযাত্রা’ ও ‘জয়যাত্রা’ নামে সাবমেরিন দুটি রাখা হতো। এ সময় সাবমেরিনের এই ঘাঁটি নির্মাণের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।