×

সারাদেশ

শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছে সরকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৩:০৯ পিএম

শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করছে সরকার

ছবি: মর্তুজা ফারুক রুপক, মেহেরপুর

বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রকে আধুনিক ও যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করে চলেছে। স্কুল, কলেজ ও মাদরাসায় অত্যাধুনিক ভবন নির্মাণ করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলেতে শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করেছে বর্তমান সরকার।

রবিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে মেহেরপুরের কবি নজরুল শিক্ষা মঞ্জিলের নবনির্মিত চার তলা বিশিষ্ট ফজিলাতুন নেছা একাডেমিক ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

তিনি আরো বলেন, বছরের ১ম দিনে বিনামূল্যে শিক্ষার্থীরা বই পাচ্ছে। সুন্দর পরিবেশে শিক্ষা নিতে পারছে কোমলমতি বাচ্চারা। যেখান থেকে আগামীর ভবিষ্যৎ তৈরি হবে। শেখ হাসিনার সরকার শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ রেখেছে। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছেন বর্তমান সরকার।

এর আগে বেলা ১১ টার দিকে প্রতিমন্ত্রী বিদ্যালয় প্রাঙ্গণে পৌঁছালে প্রধান শিক্ষক সানজিদা ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় গার্লস গাইডের একটি দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। পরে ফিতা ও কেক কেটে নতুন ভবনের নাম ফলক উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম। অন্যদের মধ্যে ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সাবেক ডিডি আব্দুল খালেক, মেহেরপুর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, জেলা শিক্ষা প্রকৌশলী গোলাম মোত্তাকিন, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যায়ে একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App