×

শিক্ষা

ঢাবির সিনেটে আওয়ামীপন্থীদের একক জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ০৭:১৫ পিএম

ঢাবির সিনেটে আওয়ামীপন্থীদের একক জয়

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামীপন্থীরা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ২৫টি আসনের সবকটিতেই আওয়ামীপন্থী ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’ নিরঙ্কুশ জয় পেয়েছে।

রবিবার (১৯ মার্চ) বিকেল সাড়ে তিনটায় নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এর আগে চারটি ভিন্ন সময় ও স্থানে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গত ৪ মার্চ ঢাকার বাইরের ২৯টি কেন্দ্রে, গত ১১ মার্চ ৯টি কেন্দ্রে এবং ১৪ মার্চ ৪টি কেন্দ্রসহ ঢাকার বাইরে মোট ৪২টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। এছাড়াও গত ১৮ মার্চ (শনিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ৬৮ জন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল মোট ৫৯ হাজার ৩২০ জন। সব কেন্দ্র মিলিয়ে সর্বমোট ভোট দিয়েছেন ১৫ হাজার ২০২ জন প্রার্থী।

বিএনপিপন্থী-জামায়েত সমর্থিত প্যানেলটি শুরুতে প্রার্থী দিলেও পরবর্তী সময়ে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলে ভোট বর্জন করেন। স্বতন্ত্র প্যানেল 'টিম অপরাজেয়' থেকে একটি প্যানেল আওয়ামীপন্থী প্যানেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে।

গণতান্ত্রিক ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঢাবির ইতিহাস বিভাগের অধ্যাপক আশফাক হোসেন। তার প্রাপ্ত ভোট সংখ্যা ১১ হাজার ৯৭৬। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পায় ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। প্রাপ্ত ভোট সংখ্যা ১১ হাজার ৮৩৩। তৃতীয় সর্বোচ্চ ভোট (১১ হাজার ৭৬০টি) পেয়ে নির্বাচিত হয় নুজহাত চৌধুরী।

এছাড়াও বাকি নির্বাচিত বাকি ২২জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট হলেন অধ্যাপক এম অহিদুজ্জামান, এস এম বাহলুল মজনুন, মো. আতাউর রহমান প্রধান, এইচ. এম. বদিউজ্জামান, মো. মুরশেদুল কবীর, এম আর এম মনজুরুল আহসান বুলবুল, অধ্যাপক অসীম কুমার সরকার, মীর্জা মো. আব্দুল বাছেত, অধ্যাপক মো. নাসিরুদ্দীন মুন্সী, অধ্যাপক মো. আনোয়ার হোসেন, অধ্যাপক জেড এম পারভেজ সাজ্জাদ, মোহাম্মদ ইকবাল মাহমুদ, মোহাম্মদ হোসেন, অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, নিজাম চোধুরী, অধ্যাপক শারমিন মূসা, এ এইচ এম এনামুল হক চৌধুরী, মো. কামরুল হাসান, অধ্যাপক মুহাম্মদ শফিক উল্যা, অধ্যাপক মোহাম্মদ আব্দুল বারী, রঞ্জিত কুমার সাহা ও অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App