×

আন্তর্জাতিক

অমর্ত্য সেনকে বাসা থেকে উচ্ছেদের নোটিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১০:৩০ পিএম

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে শান্তিনিকেতনের বাড়ি থেকে উচ্ছেদের নোটিশ দিয়েছে বিশ্ব ভারতী কর্তৃপক্ষ। অবৈধভাবে দখলে রাখা জমিতে বাড়ি নির্মাণ করায় তাকে এই নোটিশ দেয়া হয়েছে।

রবিবার (১৯ মার্চ) অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ির ঠিকানায় উচ্ছেদ নোটিশের চিঠি পৌঁছেছে। ২৯ মার্চ বিশ্ব ভারতীর সেন্ট্রাল অ্যাডিমিশন বিল্ডিংয়ে ওই বিতর্কিত জমি নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এ সময় অমর্ত্য সেন বা তার কোনো প্রতিনিধিকে সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।

অমর্ত্য সেন বিদেশে থাকেন। বছরের একটা সময় তার শান্তিনিকেতনের বাড়িতে কাটান তিনি। তাই উচ্ছেদ নোটিশ প্রসঙ্গে তাৎক্ষণিকভাবে ৮৯ বছর বয়সের অমর্ত্য সেন কিংবা তার ঘনিষ্ঠজনদের মন্তব্য পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্প্রতি অভিযোগ করেন, অমর্ত্য সেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সমালোচনা করেন। তাই বিজেপি তাকে হেনস্তা করছে।

প্রসঙ্গত, অমর্ত্য সেনের পিতা আশুতোষ সেন ১৯৪৩ সালে শান্তিনিকেতন কর্তৃপক্ষের কাছ থেকে ১২৫ ডেসিমল জমি শত বছরের জন্য ইজারা গ্রহণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App