ভোমরায় পেয়াজ মজুদ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আগের সংবাদ

ঝিকরগাছায় নতুন ভোটারদের শুভেচ্ছাপত্র বিলি

পরের সংবাদ

৪৫তম বিসিএস প্রিলিমিনারি ১৯ মে

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ৪:৩৭ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ৫:৫১ অপরাহ্ণ

৪৫তম বিসিএসের দিন ধার্য হয়েছে আগামী ১৯ মে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি জানিয়েছে।

পিএসসি জানিয়েছে, ৪৫তম বিসিএসের সর্বশেষ তথ্য অনুসারে, এতে আবেদন করেছেন তিন লাখ ৪৬ হাজার প্রার্থী। গত বছরের ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১০ ডিসেম্বর আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ ডিসেম্বর। ৪৫তম বিসিএসের মাধ্যমে মোট দুই হাজার ৩০৯ জন ক্যাডার নেয়া হবে। নন-ক্যাডারে নেয়া হবে এক হাজার ২২ জনকে।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তর দিলে প্রতিটি ভুলের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে শূন্য দশমিক ৫০ নম্বর করে কাটা যাবে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়