নয় দফা দাবিতে হবিগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে দুটি সংগঠন। জেলা বাস-মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের এ ধর্মঘটে অচল হয়ে পড়েছে পুরো হবিগঞ্জ।
দেখা যায়, সকালে পথে নেমে বিপাকে পড়েছেন কর্মগামী মানুষ ও সাধারণ যাত্রীরা। রবিবার (১৯ মার্চ) ভোর থেকে ছাড়েনি কোন বাস। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দূরের যাত্রীরা।
জেলা শ্রমিক ইউনিয়ন জানায়, হবিগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতাল প্রাঙ্গণ থেকে বেসরকারিভাবে পরিচালিত সব অ্যাম্বুলেন্স সরিয়ে নিতে নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
এ সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেয় অ্যাম্বুলেন্স সমিতি। এর সঙ্গে একাত্মতা জানায় বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।