চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় সাক্ষ্য ৩ এপ্রিল

আগের সংবাদ

মানিকগঞ্জে হত্যা মামলায় ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

পরের সংবাদ

স্বাধীনতা দিবসে জাকের পার্টির কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ৩:৫৪ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ৩:৫৮ অপরাহ্ণ

মহান স্বাধীনতা দিবসে জাকের পার্টি নানা কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটিতে শহীদ স্মৃতি সৌধে র‍্যালিসহকারে পুষ্পস্তবক অর্পণ, শহীদানদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

রবিবার (১৯ মার্চ) এক সংসাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এর আগে বনানীস্থ কেন্দ্রীয় কার্য্যালয়ে জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সভায় এ কর্মসূচি প্রণয়ন করা হয়। জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল সভায় সভাপতিত্ব করেন।

সভায় বিরাজমান সার্বিক পরিস্থিতির মূল্যায়ন, দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখা এবং দলীয় কর্মসূচি প্রণয়নসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়