সিরিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে জেলেনস্কির নিষেধাজ্ঞা

আগের সংবাদ

ঘুরে ঘুরে পাহারা দেয় এই রোবট

পরের সংবাদ

সিঙ্গাপুরের চাঙ্গি বিশ্বসেরার তালিকায়

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ১২:০৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ১২:০৬ অপরাহ্ণ

২০২৩ সালে বিশ্বসেরা বিমানবন্দরের তালিকা করেছে এভিয়েশনবিষয়ক ওয়েবসাইট স্কাইট্র্যাক্স। এতে শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর।

করোনাভাইরাস মহামারিতে ভ্রমণ বিধি-নিষেধের কারণে বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা হারিয়েছিল সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। এর দুই বছর পর কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে হারিয়ে পুনরায় বিশ্বের সেরা বিমানবন্দরের তকমা ফিরে পেল চাঙ্গি।

বিমানবন্দর যাচাইয়ে সবচেয়ে বিশ্বস্ত প্লাটফর্ম স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস। যাত্রীদের বিমানবন্দর অভিজ্ঞতার ওপর দাঁড়িয়ে বার্ষিক এ র‌্যাংকিং করা হয়। এবার জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দর তৃতীয় সেরা নির্বাচিত হয়েছে।

শীর্ষ ১০-এ জায়গা নেয়া অন্য বিমানবন্দরগুলো হচ্ছে সিউল, প্যারিস, ইস্তানবুল, মিউনিখ, জুরিখ ও মাদ্রিদ। তবে বিশ্বের সেরা ১০ বিমানবন্দরের তালিকায় যুক্তরাষ্ট্রের কোনও বিমানবন্দরের জায়গা হয়নি।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়