মঙ্গলবার গ্রেপ্তার হতে পারেন ট্রাম্প!

আগের সংবাদ

ইকুয়েডরে ভূমিকম্পে নিহত ১৪

পরের সংবাদ

সাকিবকে নিয়ে যা বললেন বিসিবি কর্মকর্তা

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ১:০৬ পূর্বাহ্ণ আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ১:০৬ পূর্বাহ্ণ

একের পর এক শৃঙ্খলা ভঙ্গ করেই চলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ শেষে একদিনের দুবাই সফরে গিয়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করেন সাকিব। গোয়েন্দা পুলিশ অবশ্য সাকিবকে সেখানে যাওয়ার বিষয়ে আগে থেকেই সতর্ক করেছিল। সেই সতর্কবার্তাকে আমলে না নিয়ে স্বর্ণের দোকান উদ্বোধন করতে যান সাকিব।

এরপরেই শুরু হয় বিতর্ক। সেই দোকানের মালিক রবিউল ইসলাম ওরফে আরাভ খান পুলিশ হত্যা মামলার পলাতক আসামি। যে কারণে বিতর্কিত হয়ে উঠেছেন এই অলরাউন্ডার।

সাকিবের এই বিতর্কিত ইস্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস মুখ খুলেছেন। তিনি বলেছেন, এ ঘটনার একদিন পরই সিরিজ শুরু হয়ে গেছে। আইসিসির মিটিংয়ের (বৈঠক) জন্য বোর্ডের সভাপতি ও সিইও বিদেশ সফরে আছেন, তারা দেশে এলে আলাপ-আলোচনা করে বিষয়টি ঠিক করবো।

বিসিবির এই পরিচালক আরো বলেন, আমাদের শৃঙ্খলা কমিটি আছে। তারা যদি মনে করেন এখানে কোনো কিছু তদন্ত দরকার, তাহলে তারা দেখবেন। পুরোপুরি তদন্ত না করে মন্তব্য করা ঠিক হবে না।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়