১২ দলীয় জোট থেকে সরে গেল লেবার পার্টি

আগের সংবাদ

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সুইটি ঢাবির শিক্ষার্থী নয়

পরের সংবাদ

রমজানে আর্থিক প্রতিষ্ঠান চলবে সাড়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ৬:৫৩ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ৮:২৫ অপরাহ্ণ

আসন্ন পবিত্র রমজান মাসে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। স্বাভা‌বিক সময় প্র‌তিষ্ঠানগুলো চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

রবিবার (১৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

নির্দেশনায় বলা হয়, রমজান মাসে আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এ সময়ের মধ্যে জোহরের নামাজের বিরতি থাকবে ১৫ মিনিট (দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত)। তবে রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিসের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে।

এর আগে জানানো হয়, রোজায় ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে আনুষঙ্গিক কাজ পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়