পাবনার বেড়া মডেল থানার নগরবাড়ী-বগুড়া হাইওয়ের পাকা রাস্তার উপর পূর্বপার্শ্ব থেকে ৬৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (১৯ মার্চ) ভোর রাতে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
থানার পুলিশ সূত্রে জানা যায়, পিকআপযোগে বেড়া থানা এলাকায় রাত্রীকালীন পাহারা চেকপোষ্ট, মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিল, ডিউটি করাকালে এসআই মো. আরিফুল ইসলামের নেতৃত্বে এ এস আই (নি.) সুধীর চন্দ্রসহ সংগীয় ফোর্সের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. দায়েম প্রাং (৩৮) পাবনার ফরিদপুরের হাজী মোহা. আফের প্রাংয়ের ছেলে।
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।