অস্কারে নীল ফিতা রহস্য

আগের সংবাদ

দু দলের আইনজীবীদের সংবাদ সম্মেলন আজ

পরের সংবাদ

ফ্যাশন শো স্টপার এবার মিম-শিমলা

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ৯:৫১ পূর্বাহ্ণ আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ৯:৫১ পূর্বাহ্ণ

অনুষ্ঠিত হল লাইভ ফ্যাশন শো ‘প্রি-ঈদ ফ্যাশন ২০২৩’। গত ১৬ মার্চ রাতে প্রেমস কালেকশন্সের শোরুমের ওয়াকয়েতে প্রধান স্টপার হিসেবে পারফর্ম করে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, সাথে ছিলেন চিত্রনায়িকা শিমলাসহ দেশের শীর্ষ মডেল ও তারকা শিল্পীবৃন্দ।

ফ্যাশন শো’র শুরুতে প্রেমস কালেকশন্সের ডিরেক্টর ও প্রধান ডিজাইনার প্রেম বম্বানি বলেন, “পবিত্র ঈদে নিখুঁত বুনন, গর্জিয়াস ডিজাইন এবং আরামদায়ক পোশাক উপহার দেয়ার লক্ষ্যে ফ্যাশন ডিজাইনার এবং কারিগর সবাই বছরজুড়ে নিরলস কাজ করেছি। আজকের ফ্যাশন শো’র মাধ্যমে রোজার আগেই নতুন ডিজাইন উন্মুক্ত করছি।

পুরো ফ্যাশন শো মোট ৮টি কিউতে ভাগ করে ডিজাইনার পাঞ্জাবি, ভারতের ১৬টি রাজ্য থেকে বাছাই করা এক্সক্লুসিভ শাড়ি, লং কামিজ, ফ্লোর টাচ, ফ্রক, টপস, কুর্তাসহ নানান রকমের গাউন, শারারা ও লেহেঙ্গা গায়ে জড়িয়ে পারফর্ম করেন মডেলরা।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়