ভারতের কাছে বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগের সংবাদ

১২ দলীয় জোট থেকে সরে গেল লেবার পার্টি

পরের সংবাদ

ডিবি কার্যালয়ে নায়ক শাকিব

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ৬:২৮ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ৬:৩৯ অপরাহ্ণ

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ এর শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহকারী নারী প্রযোজককে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ নামে এক প্রযোজক। ওই প্রযোজকের নামে মানহানি মামলা করতে শনিবার রাতে গুলশান থানায় উপস্থিত হন শাকিব খান। এবার সেই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে হাজির হয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

রবিবার (১৯ মার্চ) দুপুরে তিনি ডিবি কার্যালয়ে যান বলে সূত্র নিশ্চিত করেছে। শাকিব খান ওই প্রযোজকের বিরুদ্ধে ডিবি কার্যালয়ে অভিযোগ নিয়ে গেছেন বলে জানা গেছে। ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছেন তিনি।

এর আগে শাকিব খান জানিয়েছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ পুরোপুরি মিথ্যা। এ কারণে ‘ভুয়া প্রযোজকের’ বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি। প্রযোজক নামধারী এই প্রতারক যেনো দেশ ছেড়ে পালাতে না পারে সেই কারণে আইনি ব্যবস্থা নিতে থানায় গিয়েছেন তিনি। মিথ্যা অভিযোগ সুরাহা না হওয়া পর্যন্ত যেনো অন্যায় অভিযোগকারী দেশ ছাড়তে না পারে সেই কারণে এ ব্যবস্থা নিচ্ছেন তিনি।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে গুলশান থানায় মামলা করতে উপস্থিত হন শাকিব। রাত ১২টার সময়ও থানায় অপেক্ষা করছিলেন তিনি। পরে থানা থেকে বের হয়ে রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিকদের শাকিব খান বলেন, রহমত উল্লাহ সিনেমার ঘাড়ে বন্দুক রেখে টাকা দাবি করেছেন। কাল আমি মামলা করতে আদালতে যাবো।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়