৪৫তম বিসিএস প্রিলিমিনারি ১৯ মে

আগের সংবাদ

নদী ভরা লাখ লাখ মরা মাছ

পরের সংবাদ

ঝিকরগাছায় নতুন ভোটারদের শুভেচ্ছাপত্র বিলি

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ৪:৪৪ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ৪:৪৪ অপরাহ্ণ

২০২৩ সালে নতুন ভোটারদের মাঝে শুভেচ্ছাপত্র বিলি করেছেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর ছেলে মোস্তফা আশীষ ইসলাম দেবু।

শনিবার (১৮ মার্চ) ঝিকরগাছা পৌর সদরের কৃষ্ণনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার নতুন নিবন্ধিত ভোটারদের এই শুভেচ্ছাপত্র দেয়া।

ঝিকরগাছা পৌর ছাত্রলীগের আয়োজনে প্রধান অতিথি হিসেবে তিনি নতুন ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ও বক্তব্য রাখেন। এ সময় প্রত্যেক ভোটারদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি উপহার দেয়া হয় এবং নৌকা মার্কায় ভোট চাওয়া হয়।

পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক আলম কৌশিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক শেখ নাসিমুল হাবীব শিপার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সাবেক সহসভাপতি নুরুল হক বিন্তু, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ, যশোর পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক তৌফিক ইসলাম স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান কেটি। ভোটারদের মধ্য থেকে বক্তব্য রাখেন ইমরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আশীষ বলেন, যারা নতুন ভোটার হয়েছে তাদের সাথে আওয়ামী লীগের রাজনীতিবিদদের যোগাযোগ করতে হবে। তাদের মাঝে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিয়ে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে তাদের বিস্তারিত ধারণা দিতে হবে। তাহলে নতুন ভোটারদের প্রথম ভোট নৌকা মার্কার পক্ষে হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগের এই নেতা নতুন ভোটারদের স্মার্ট কার্ড গ্রহণে ব্যাপক প্রচারণা চালিয়েছিলেন। ৫ম জাতীয় ভোটার দিবসে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের কাছ থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়