মদ্যপানে বিয়ের তারিখ ভুললেন বর!

আগের সংবাদ

স্বামীর ওষুধ কিনতে গিয়ে প্রতারকের খপ্পরে স্ত্রী

পরের সংবাদ

ছুটি চাইলেন সাকিব-লিটন

প্রকাশিত: মার্চ ১৯, ২০২৩ , ৯:২৩ অপরাহ্ণ আপডেট: মার্চ ১৯, ২০২৩ , ৯:২৩ অপরাহ্ণ

জাতীয় দলের টানা আন্তর্জাতিক ব্যস্ততার মাঝে ছুটি চেয়ে বসলেন সাকিব আল হাসান, লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ষোড়শ আসর। সেই আসরে খেলবেন বাংলাদেশের এই তিন তারকা ক্রিকেটার। এর মধ্যে সাকিব আর লিটন বিসিবির কাছে ছুটি চেয়েছেন। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

সাকিবদের ছুটি চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। শনিবার (১৮ মার্চ) সাংবাদিকদের তিনি বলেছেন, ‘তারা (সাকিব-লিটন) আইপিএল খেলার জন্য আয়ারল্যান্ড সিরিজের একমাত্র টেস্ট থেকে ছুটি চেয়েছে। আমরা চিঠি পেয়েছি। তবে তাদের এনওসি দেয়া হবে কি হবে না এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ এপ্রিল। তাই এই টেস্ট থেকে ছুটি চেয়েছেন অধিনায়ক সাকিব আর লিটন। অন্যদিকে মুস্তাফিজুর রহমান অনেক দিন ধরেই টেস্ট খেলেন না, তাই তার শুধু এনওসি হলেই চলবে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়